উপজেলার সদরস্থ আমানত ছফা বদরুন্নেছা মহিলা কলেজে বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ ময়দানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি ্আলহাজ¦ কর্নেল অব: অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শান্তপদ বড়-য়া,ড.এম এ গফুর,অধ্যাপক মো: হোসাইন ,শিপ্রা সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আলহাজ¦ আকতারুল আলম,জসিম উদ্দিন হায়দার,রমিজ আহমদ ,মো:নজরুল ইসলাম,সোহেল,আবদুল খালেক ,পুষ্পেন দে প্রমুখ। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।