পাবনার আটঘরিয়ায় ৭শ গ্রাম গাঁজাসহ তিন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আটঘরিয়া পৌর মহল্লার দেবোত্তর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো দেবোত্তর গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী শামেলা খাতুন, মো: মোন্তাজের ছেলে মো: সেলিম হোসেন ও মৃত আমিন উদ্দিনের ছেলে মো: আজমল হোসেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর মহল্লায় শামেলা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ৭শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানায়, গ্রেপ্তারকৃত শামেলার বিরুদ্ধে আটঘরিয়া থানায় ৪টি ও সেলিম ও আজমলের নামে একটি করে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।