রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কাষ্টনাংলা জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির পুকুরে বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম বাদী হয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় অংশীদারদের মধ্যে হিসাব-নিকাশ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সমিতির অংশীদার এছাহার আলীর লোকজন জন কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয়ে ভাংচুর করে। খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুলিশ চলে যাওয়ার পর রাতের কোন একসময় দুর্বত্তরা সমিতির পুকুরে বিষ প্রয়োগ করে। ভোরে এলাকার লোকজন মাছের পোনা মরা দেখে সমিতির লোকজনকে খবর দেয়। সমিতির লোকজন পুকুরে আসে এবং মাছের পোনা মরার দৃশ্যটি দেখতে পায়। সমিতির সভাপতি আবুল কাশেম অভিযোগ করেন, সন্ধ্যায় ঝামেলা করার পর রাতেই তারা পুকুরে বিষ প্রয়োগ করে পোনা মাছ গুলো নিধন করেছেন। তিনি দাবী করেন, বিষ প্রয়োগে তাদের পুকুরের লক্ষাধিক টাকার বেশী পোনা মাছ মরে গেছে। তিনি আরো বলেন, অংশীদার এছাহার আলী স্থানীয় শুকুর আলীর সঙ্গে যোগসাজোশে সমিতির ক্ষতি করার চেষ্টা করছে। তিনি তদন্ত পূর্বক পুকুরে বিষ প্রয়োগে মাছের পোনা নিধনের আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। মৎস্যজীবী সমবায় সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, জনকল্যাণ সমবায় সমিতি মাছ চাষ করে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকা- করেছে। মাছ চাষের কারণে এলাকার অনেক গরীব পরিবার গুলো স্বাবলম্বী হয়ে উঠেছে। তাদের সংসারে আর কোন অভাব নেই। জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি গঠনের পর থেকেই এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে মাছ চাষ করে আসছে। এলাকার গুটি কয়েক ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিশৃংখলা সৃষ্টির মাধ্যমে মাছ চাষ বন্ধের চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু ফয়সালার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।