বৃহত্তর ময়মনসিংহে দিন দিন পাট চাষের চাহিদা জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে এইচসি -৯৫ (কেনাফের জাত) এর চাহিদা অত্র অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ভালো বীজের তেমন চাহিদার যোগান হচ্ছে না। কৃষকরা পাটের ভালো বীজ মানেই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কর্তৃক উদ্ভাবিত বীজকেই মনে করে। পাট গবেষণার বীজ নিতে দূরদূরান্ত এলাকার বহু কৃষক ভিড় করছে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে। পাট তন্তু জাতীয় উদ্ভিদ। পাটগাছের ছাল থেকে পাটের আঁশ সংগ্রহ করা হয়। আমাদের দেশে পাটকে সোনালি আঁশও বলা হয়। কারণ পাটের আঁশের রঙ সোনালি এবং বাংলাদেশের রফতানি আয়ের ২৫ শতাংশ আসে এ থেকে। কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পাট বীজ বপনে চাষীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কাক্সিক্ষত পরিমান বীজ না পেয়ে অনেকেরই পাট চাষের প্রতি অনীহাও দেখা গেছে। পাট চাষীরা জানিয়েছে, বাজারের বীজ ব্যবহার করে ভাল ফলন না পাওয়ায় তারা পাট গবেষণা কেন্দ্রের দিকে ঝুকে পড়েছেন। আর পাট গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষরা চাষীদের চাহিদানুযায়ী বীজ সরবরাহ করতে পারছেন না। ফলে বীজ না নিয়েই মন খারাপ করে তারা বাড়িতে ফিরছেন। মঙ্গলবার কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
বিজেআরআই বৈজ্ঞানিক কর্মকর্তাগণ জানিয়েছেন, কেনাফ পাট সাধারণত ফাল্গুন মাসের শেষ থেকে চৈত্র মাসের মধ্যে এ জাত বপনের আসল সময়। এ জাত সাধারণত ৬.৭০ মিটার লম্বা হয়। উপযুক্ত পরিচর্যায় এর হেক্টরপ্রতি ফলন হয় ৬.৬৩ মেট্রিক টন বা একরপ্রতি ৭২ মণ। এ পাটের পাতা ও কান্ড সম্পুর্ণ সবুজ। উঁচু নীচু মাঝারী সব জমিতেই বপননোপযোগী, জলাবদ্ধতাও সহনশীল। বপনের ১২০ দিনেই কর্তন করা যায়।
পাট থেকে বিভিন্ন প্রকার পাটজাত দ্রব্য উৎপাদন হয়ে থাকে। যেমন- সুতা, থলি, চট, দড়ি, সুতলি। পাট দ্বারা বিভিন্ন প্রকার পর্দা, কার্পেট, জায়নামাজ, ত্রিপল, গালিচা, গদি, শিঁকা, আসন, পাটখড়ি, কাগজ, পারটেক্স, হার্ডবোর্ড তৈরি হয়।
বিজেআরআই কিশোরগঞ্জ কেন্দ্রে করিমগঞ্জের কিরাটন এলাকা হতে আগত পাট চাষী শামসুল হক জানান,আমার এক একর জমিতে যে পরিমান বীজের দরকার সে পরিমান ক্রয় করতে পারি নাই। বিজেআরই থেকে মাত্র ২ কেজি কেনাফ জাতীয় বীজ সংগ্রহ করেছি।
জেলা সদরের মাইজখাপনের বেত্রাহাটি গ্রামের কৃষক জুলহাস বলেন,কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রের থেকে পাট বীজ নিয়ে উন্নত মানের ফসল সংগ্রহ করতে পারি তাই এবারেও বীজ সংগ্রহ করতে এসেছি। আমার ৫ কেজি বীজের দরকার কিন্তু মাত্র ২ কেজি ক্রয় করতে পেরেছি।
কিশোরগঞ্জ সদরের কৃষক বরজু,নুরে আলম,ওসমান গণি ও তাড়াইলের কামরুল,আঃ ছোবহান, মিজান এ প্রতিবেদককে বলেন, বাজার থেকে পাট বীজ ক্রয় করে জমি আবাদ করলে পরে মারাত্বক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের থেকে পাট বীজ সংগ্রহ করার জন্য ছুটে আসি। কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েও বীজ সংগ্রহ করতে পারি নাই।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল বাশার বলেন, পাট গবেষণা কেন্দ্রের জায়গা কম হওয়ায় চাহিদা মোতাবেক বীজ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই অনেক কৃষক মন খারাপ করে বাড়ি ফিরছেন। কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্র থেকে প্রায় ৭০০ কৃষক কে এইচসি -৯৫ (কেনাফ বীজ) সরবরাহ করা হয়েছে।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জন চন্দ্র দাস বলেন, সঠিক পাট চাষীদের কাছেই পাট বীজ বিক্রয় করতে আইডি কার্ড সংগ্রহ করে তাদের মধ্যে নির্ধারিত দামে পাট বীজ বিক্রয় করা হচ্ছে।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, জেলায় ১৫ হাজার ৩ শত ৫০ হেক্টর জমিতে ১ শত ৩১ মেট্্িরক টন পাট বীজ দরকার কিন্তু আমরা মাত্র ২ মেট্্িরক ট্্রন বীজ সরবরাহ করতে পেরেছি। পাট চাষীদের চাহিদানুযায়ী বীজ সংগ্রহ করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এছাড়াও তিনি জানান, পাট গবেষণার ৪০ একর জায়গার মধ্যে প্রায় ১৪ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ফলে আমাদের পাট গবেষণার স্থান সংকুৃচিত হয়ে আসছে। সোনালী আঁশকে ঠিকিয়ে রাখতে হলে গবেষণা আরও সম্প্রসারণ করতে হবে। জেলায় যে হারে পাট আবাদ হয়ে থাকে এবারেও সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।