বাংলাদেশ কালেকটর সহকারী সমিতি সাতক্ষীরা শাখা (বাকাসস) এর কর্মকর্তাদের ৩ দিনের কর্মবিরতির প্রথম দিন ২৫ ফেব্রুয়ারী শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। কর্মবিরতির কারণে জেলার সকল উপজেলায় ভুমি প্রশাসনে কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কালেকটর সহকারী সমিতির সকল কর্মকর্তাবৃন্দ তাদের প্রচলতি প্রাচীন পদবী ও উচ্চতর বেতন গ্রেডের দাবিতে এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার পাটকেলঘাটায় উপজেলা ভুমি অফিস চলাকালীন সময় দেখা যায় অফিসে কর্মকর্তারা থাকলেও কোন কাজ হচ্ছে না। কর্মরত কর্মকর্তারা জানান আমরা উপজেলা ভুমি অফিসে কর্মরত নাজির সায়রাত সহকারী সহ বিভিন্ন পদের কর্মচারীরা প্রাচীন পদবী পরিবর্তনের দাবি করে আসছি। ইতো মধ্যে নিন্ম গ্রেডে কর্মরত তহশীলদার (নায়েব) দের পদবী এবং বেতন স্কেল পরিবর্তনের কাজ অনেকদুর এগিয়ে গেলেও এক গ্রেড উপরে নাজির সায়রাত সহকারী সহ অন্যান্য কর্মচারীদের পদবী পরিবর্তন হচ্ছে না। ফলে প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারী ৩দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। গতকাল অফিস চলাকালে পাটকেলঘাটা ভুমি অফিস কক্ষে গিয়ে দেখা যায় দূর দুরান্ত থেকে আসা লোকজন কাজ করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে। সাতক্ষীরায় কালেকটর সমিতির সদস্য কাজী শফিউল আজম জানান কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আমাদের দাবী আদায়ের লক্ষ্যে আমাদের শান্তিপূর্ন কর্মবিরতি পালিত হচ্ছে।