পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে কেন্দ্র ঘোষিত তিনদিনে কর্মবিরতী শুরু করেছে বাংলাদেশ তৃতীয় শ্রেনির সরকারি কর্মচারীরা (বাকাসস)।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে নোয়াাখালী জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার ৯টি উপজেলার স্ব স্ব নির্বাহী অফিসারের কার্যায়ের সামনে শুরু হয় ওই কর্মবিরতি। ওই কর্মবিরীত টানা চলবে আগামী বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারী বিকাল বিকাল ৫ টা পর্যন্ত সকালে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সি এ পিংকু পাল, অফিস সহকারী আমির হোসাইন, সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের হেদায়েতুল ইসলাম ও মোঃ নুর উদ্দিন সহ জেলার ৯টি উপজেলার সকল তৃতীয় শ্রেনির সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।