তানোরে ৪৯ বোতল ফেন্সীডিলসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। (আজ) গতকাল মঙ্গলবার দুপুরে আড়াদীঘি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মনিরুল ইসলাম (৪০) তিনি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মহবুলের পুত্র। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক বাদি হয়ে ১জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরন ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক সংগীয় ফোর্সসহ আড়াদীঘি মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে ৪৯ বোতল ফেন্সীডিলসহ তাকে গ্রেপ্তার করেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।