জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এই কাজটি করার জন্য চট্টগ্রামের সবাই আজ ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই জন্মশত বার্ষিকী পালনের জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন। এই সরকারের আমলে প্রচুর উন্নয়ন কাজ হয়েছে। দেশের মানুষ তাদের কথা বলা এবং ভোটের অধিকার ফিরে পেয়েছেন। দেশকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে আওয়ামীলীগ সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে কোনো দুর্নীতিবাজের স্থান নেই। যারা দুর্নীতি করছেন; তাদেরকে আইনের এনে এই সরকার সঠিক বিচার করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আছে। ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। তবে মানুষকে ভালবেসে দেশের সেবা করলে, সেটিই হবে সঠিক দেশসেবা। সমাজের প্রত্যেক জায়গায় মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য আমরা সবাই আরো আন্তরিক হওয়া প্রয়োজন।
মুজিববর্ষ পালনের মধ্যে দিয়ে দেশকে বহুদূর এগিয়ে নিতে হবে। যারা সরকারের অপপ্রচার করছেন তাদের সম্পর্কে সবাই সজাগ থাকুন। এখন নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা যাবে। দেশের সকল দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি গণতন্ত্রের মানসকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি। আজ মঙ্গলবার সকালে মুজিববর্ষ পালন উপলক্ষে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের (রেজি:২১০৩) এক প্রস্তুতি সভা হালিশহরের সবুজবাগে সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সভায় সংগঠনের সভাপতি মো. সেলিম তাঁর বক্তব্যে এসব কথা বলেন। উক্ত সভায় চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের ৪১ ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে সংগঠনের দলীয় কার্যালয় এবং আশপাশের এলাকা ব্যানার ও ফেস্টুন দিয়ে আলোকসজ্জা করা হয়। ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, আলী আজগর, নুরুল আলম, মো. কাদের মিয়া, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী ও আবদুর রহিম কোম্পানী প্রমুখ। উল্লেখ্য, মো. সেলিম জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতির দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বহু সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক। এবার মুজিববর্ষ পালনের জন্য তিনি শহরের ৪১ওয়ার্ডের দলীয় নেতৃবন্দের সাথে এরআগে কয়েকবার বৈঠকও করেছেন।