থেমে নেই দক্ষিণ চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপ। এক শ্রেণির শিক্ষার্থীরা তাদের ক্লাস ফাঁকি দিয়ে নির্জনস্থানে সময় কাটাচ্ছেন নিয়মিত। আর প্রবাসীর স্ত্রীরাও মার্কেটে যাওয়ার নাম দিয়ে বন্ধুদের সঙ্গে ডেটিং স্পটগুলোতে ঘুরছেন। প্রশাসন কিংবা অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে এরা অসামাজিক কার্যকলাপে নিজেদের অন্ধকার জগতে নিয়ে যচ্ছেন। আবার কোথাও না কোথাও পুলিশের হাতে ধরাও পড়ছেন এরা। এবার আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের একটি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ তরুণ- তরুণীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার পারকি রিসোর্ট এ- রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে ওই অভিযান চালানো হয়।
পরে হোটেল মালিক জালাল, সেলিম, ফারুকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ পারকি সমুদ্র সৈকতে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অর্ধ উলঙ্গ অবস্থায় ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। আর অসামাজিক ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলের ম্যানেজারকেও আটক করা হয়। আটক তরুণীদের মধ্যে ৫ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও ১ জন প্রবাসীর স্ত্রী। আর আটক তরুণদের মধ্যে শিক্ষার্থী, প্রবাসী ও সিএনজি চালকও রয়েছে। প্রতিদিন সমুদ্র সৈকতে বেড়ানোর নামে পারকিতে এসে রিসোর্টে অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কর্ণফুলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।