শ্রীমঙ্গলে ২৫ টি মডেল ফার্মেসী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে 'বাংলাদেশ ফার্মেসী মডেল ইনিসিয়েটিভ' (বিপিএমআই) পাইলট প্রকল্পের আওতায় এসব মডেল ফার্মেসীর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো. আবদুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব মডেল ফার্মেসীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে বাংলাদেশ কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে উদ্বোধনী অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিএমএ'র সভাপতি ডা.হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ।