দক্ষিণ চট্টগ্রামের বহুল আলোচিত দোহাজারী শঙ্খ নদের উপর ব্রীজ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চট্টগ্রাম -কক্সবাজার আরকান মহাসড়ক উন্নয়ন বাস্তবায়ন লক্ষ্যে দোহাজারীস্থ শঙ্খ নদে নির্মাণ করা হচ্ছে এ নতুন ব্রীজটি। ক্রমে ক্রমে দৃশ্যমান হয়ে উঠছে নদের উপর নির্মিত হতে যাওয়া ব্রীজ। সরকারের ইতোমধ্যে সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে মেগাপ্রকল্প বাস্তবায়ন হিসাবে মহাসড়ককে উন্নীতকরণে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে ব্রীজ নির্মাণ কাজ। পর্যটন নগরী কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি। বিশেষ করে পর্যটন খ্যাতে রাজস্ব আয় নির্ভর করে এ মহাসড়ক দিয়ে। বিধায় পর্যটনদের যাতায়ত সুবিধার্থে মহাসড়কটি চার লেইনে উন্নীতকরণ প্রকল্প পরিকল্পনা মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহায়তায় মহাসড়কে নতুন ব্রীজ নির্মাণ কাজ করা হচ্ছে।
জানা যায় সরকার ও জাইকার যৌথ্ অর্থায়নে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের চন্দনাইশস্থ দোহাজারী শঙ্খ নদে নির্মাণাধীন ব্রীজের দৈর্ঘ্য ২শত ৩৮মি: এবং প্রস্থ হচ্ছে ৩১ দশমিক ২০মিটার। শঙ্খ নদের উপর নির্মিত ব্রীজে এক পিলার হতে অন্য পিলারে দুরত্ব হবে ৩৫/৪০মিটার এতে করে ব্রূীজের প্রয়োজন হবে মোট ৭টি পিলার। বর্তমানে শঙ্খ নদে ব্রীজের পাইলিং কাজ শেষে পিলার নির্মাণের কাজ চলছে। এ ছাড়াও অপর আর একটি ব্রীজ নির্মান কাজ চলছে মহাসড়কের চন্দনাইশ এলাকায় গাছবাড়িয়াস্থ বরুমতি খালের উপর। এই বরুমতি ব্রীজের দৈর্ঘ্য ৬০দশমিক ১৫মিটার এবং প্রস্থ হচ্ছে ৩১দশমিক ২০মিটার। যার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আর কয়েক দিনের মধ্যে পিলারের কাজ করা হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে স্পেক্টা ইঞ্জিনিয়ারিং লি: প্রকৌশলী জিয়াউল হক জানান ,ইতিমধ্যে ব্রীজ নির্মাণ কাজের ৪৫%সম্পন্ন হয়েছে। মহাসড়কের মেগাপ্রকল্প সম্পন্ন হলে সড়কের অধিকাংশ স্থানের বাঁকগুলো থাকবে না। যার ফলে সড়ক যানজট নিরসনের পাশাপানি কম সময়ের মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়ত করা সম্ভবপর হবে।