চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কর্মরত কালেক্টরেট সহকারি কর্মচারীদের মঙ্গলবার থেকে তিনদিনের কর্মবিরতি চলছে। উপজেলায় কর্মরত (বাকাসস) কর্মচারীরা সকাল ৯টা থেকে ৪টা পর্য্যন্ত তাদের পদ পদবী পরিবর্তন ও গ্রেড পরিবর্তন করে ভেতন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালনে কাজকর্ম বর্জন করে অফিসের সামনে অবস্থান নেন। এ সময় ইউএনও অফিসের শাহেদ আহমদ ,সৈয়দ মোছলেহ উদ্দিন,সজিব কুমার দে এবং উপজেলা ভূমি অফিসের দয়াল কান্তি মিত্র ,শ্যামল বিশ্বাস ,মো: দিদারুল আলমসহ সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।