রাজশাহীর গোদাগাড়ীতে দিনব্যাপি নারী নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার প্রধান অতিথি থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের প্রয়োজনীয়তা, নারী ও শিশুর অধিকার, নারীর উন্ণয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সেশন পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, নারী ও শিশু নির্যাতনের দরণ, সমসাময়িক চিত্র এবং নারী ও শিমু নির্যাতনের ক্ষতিকর প্রভাব নিয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আবদুর রাজ্জাক খান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইন-কানুন, শাস্তির বিধান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সেশন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক এবং নারী নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা ও করণীয় বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, মেম্বর, কাজী, ইমাম, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।