মোল্লাহাটে হাম-রুবেলা ক্যাম্পেইন সফলের লক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস’র সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা হয়।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী ও মোঃ বাবলু মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডঃ রায়হান, শিক্ষক আব্দুল্লাহিল কাফী, বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব ও ব্যাবসায়ী সিদ্দিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এস,এম, মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাস, স্যানিটারী পরিদর্শক আনসার আলী ও সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট সকলে।