রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার দক্ষিণে নারায়নপুর সড়ক ঘাট এলাকায় পদ্মা নদীর কোল ঘেষে ফসলী জমির পাশ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় প্রভাবশালীরা। ফলে বর্ষা মৌসুমে ফসলী জমি, ঘরবাড়ি ও গাছপালা নদী গর্ভে যাওয়ার আশঙ্কা করছিলেন পদ্মার পাড় এলাকার মানুষ। এই বালু উত্তোলন থেকে প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন স্থানীয় শতাধিক বাসিন্দা। এই অভিযোগের প্রেক্ষিতে বালু উত্তোলনকারী সুজন হোসেন ও মুকলেছুর রহমানের ৫০ হাজার টাকা আবারও জরিমানা করা হয়।
উল্লেথ্য, গত ৪ ফেব্রুয়ারি অবৈধভাবে বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষনা করে ১৮টি পরিবহনকে ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।