মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ব সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতিষ্ঠান প্রধানদের নিকট আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা ধনন্জয় মন্ডল, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, মাওলানা মাহমুদুর রহমান, বায়েজিদ হুসাইন, মোস্তফা কামাল, মোঃ শহিদুল ইসলাম, জি এম নূরুজ্জামান বাবু, আলমগীর হোসেন, বিএম কামাল হোসেন, মাওলানা রহমত উল্লাহ, জি এম কামাল হোসেন, আবু তাহের, শফিকুল ইসলাম প্রমূখ। উপজেলার ৩৫টি স্কুল ও মাদরাসায় এ বৈজ্ঞানিক উপকরণ বিতরণ করা হয়।
বৈজ্ঞানিক শিক্ষা উপকরণ বিতরণপূর্ব এক আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন; সরকার প্রদত্ব শিক্ষা উপকরণ যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে হবে। সরকারের মহতি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন; শিক্ষার উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।