দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিবন্ধীর আখিঁর পাশে দাড়াঁল জাতীয় বধির সংস্থা। আখিঁ ২০১৯ সালে উপজেলা নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিয়েছিল ।
জানা গেছে, গত ২০১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ৫ পাতায় বাগপ্রতিবন্ধি বলে জীবন যুদ্ধে হারতে রাজি নয় আখি এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর জাতীয় বধির সংস্থার নজরে আসলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নগদ ৫ হাজার টাকার চেক প্রদান করেন।
চেকটি সোমবার সকাল ১১টায় ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ বাগপ্রতিবন্ধি আখির হাতে তুলে তেন। এ সময় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আকবর সিকদার বলেন, একজন প্রতিবন্ধির পাশে দাড়াঁনোর জন্য বধির সংস্থা ও ইত্তেফাক পত্রিকাকে অভিনন্দন জানাই।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন বলেন, আমি সব সময় গঠন মূলক সাংবাদিকতাকে স্বাগত জানাই। পত্রিকার মাধ্যমে একজন বাগপ্রতিবন্ধি সহযোগি পেয়েছেন তাই আমি তাদের ধন্যবাদ জানাই।