ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ জুয়াড়িসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়। গত রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও থানার এস.আই নয়নের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় গন্ডগ্রাম জিগার ভিটা থেকে পুখুরিয়া গ্রামের সালাম মিয়ার ছেলে মোছাইদুল (২৮), আঃ রশিদ মিয়ার ছেলে জসিম (৩০), রহমত বেপারীর ছেলে কাওসার (২৫), আঠারোদানা গ্রামের আঃ মান্নানের ছেলে ইদ্রিস (২২) কে আটক করে। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে পুলিশ। একই রাতে পুলিশ গাজীপুর জেলা আদালতের পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি চরআলগী টেকির চর গ্রামের আবুল কাশেম সর্দারের ছেলে খলিল মিয়াকে গ্রেপ্তার করে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে ও ১জনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।