পঞ্চগড়ের বোদায় ১৭ বোতল বাংলা মদ সহ কাদের(১৭) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নে। স্থানীয় লোকজন সাকোয়া মাদরাসার পার্শ্বে তাকে স্কুল ব্যাগ সহ ১৭ বোতল বাংলা মদ সহ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। আটককৃত কিশোরের বাড়ি নগর সাকোয়া গ্রামে। সে ঐ গ্রামের তামকু আলমের পুত্র এবং সাকোয়া জামিলাতুন মাদরাসার অনিয়মিত ছাত্র। এ বিষয়ে বোদা থানা পুলিশকে খবর দিলে তাকে সাকোয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে বোদা থানা নিয়ে আসে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচাজ আবু হায়দার মোঃ আশরাফুজ্জান ১৭ বোতল বাংলা মদ সহ এক কিশোরকে আটককের সত্যাতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা দায়ের প্রস্তুতি চলছে।