বাগেরহাটে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সজীব।
জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজের সভাপতিত্বে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সহ-সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুই, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন। জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দিপের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ফ্যাসিবাদী সরকার দেশে যা ইচ্ছে তাই করছে। তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন। সেই সময় আর বেশি দূরে নয় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে।
উপস্থিত ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা ই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। দলের মধ্যে সকল বিবেধ ভুলে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান কেন্দ্রীয় এই নেতা।