গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর বাজার থেকে বরুন হয়ে ভাকোয়াদী পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের বেহাল দশা। আধা সংস্কার করা এ সড়কের ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী। সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা পড়েছে বিপাকে। ধুলার আস্তরণে হারাতে বসেছে সড়কের দুইপাশের সবুজ পরিবেশ। সড়কে পাথরকুচি থাকায় প্রায়ই যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটছে। আশপাশের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ছে। পথচারীরা চলছে হাতদিয়ে নাক-মুখ চেপে। সড়ক দিয়ে চলার সময় যানবাহনের দ্রুতগতিতে সৃষ্ট ধুলায় নিঃশ^াস নিতে কষ্ট হয় বলে চালক ও যাত্রীরা জানান।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার খোদাদিয়া, বরুন, কোটবাজালিয়া, ভাকোয়াদী গ্রামের মানুষ ধুলার কারণে নিত্য দুর্ভোগের শিকার হচ্ছে। সংস্কার কাজের জন্য সড়কে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। সময়মত কার্পেটিং না করায় এবং যানবাহন চলাচলের কারণে ইটেরখোয়া ধুলাবালিতে পরিণত হয়েছে। ব্যস্ততম এ সড়কে যানবাহন চলার সময় দ্রুতগতিতে ধুলা উড়ে ছড়িয়ে ছিটিয়ে মানুষের বাড়িঘরে পড়ছে। ধুলার কারণে সড়কের দুইপাশের সবুজ চেহারা এখন আরা দেখা যায়না। খোলা খাবারের দোকানের সামনে টানানো হয়েছে কাপড়।
কোটবাজালিয়া গ্রামের কলেজ ছাত্র নাঈম বলেন, ধুলাবালির কারণে ঠান্ডা, সর্দিকাশি লেগেই থাকে। ঘরের ভিতরের পড়ার টেবিল নিয়মিত পরিষ্কার করতে হচ্ছে। একদিন টেবিল পরিষ্কার না করলে ধুলার আস্তরণ পড়ে যাচ্ছে।
পথচারী রফিকুল ইসলাম বলেন, আগেই ভালো ছিল। অন্তত সড়ক দিয়ে হাঁটাচলা করা যেতো। এখন নাক-মুখ বেঁধে চলাচল করলেও ধুলায় শ^াস-প্রশ^াস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
প্রতিদিন গাড়ি মুছতে হয়। ধীরগতিতে যানবাহন চলাচলের ফলে যাত্রীরা বিরক্তবোধ করে। দ্রুতগতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সড়কে ধুলার কারণে কুয়াশার মতো হয়ে যায় বলে জানান, কাপাসিয়া-ভাকোয়াদী সড়কের অটোরিকসা মালিক সমিতির সভাপতি রিপন হোসেন।
কাপাসিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল হাসানাত মহিউদ্দিন বলেন, আমি প্রশিক্ষণের জন্য কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আজ মাত্র আসলাম। বিষয়টি খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নিবো। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য খুব দ্রুত সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে।