সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইজরাইরেলের কয়েকটি যুদ্ধবিমান উড়ে এবং গোলানের আকাশ ব্যবহার করে বিমানগুলো দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সানা বলেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীও এক বিবৃতি প্রকাশের মাধ্যমে দাবি করেছে যে, রাজধানী দামেস্কে অবস্থিত ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের একটি কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে। ওই কম্পাউন্ড জিহাদ আন্দোলনের তৎপরতা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল বলে ইসরাইল দাবি করেছে। হামলার কয়েক ঘণ্টা পরে ইসলামি জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বিমান হামলায় তাদের দুই সদস্য শহীদ হয়েছেন। গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে প্রায় সময় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো যখন নির্মূল হওয়ার পথে রয়েছে তখন ইসরাইল তাদের হামলা জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলি মদদপুষ্ট সন্ত্রাসীদের পতন ঠেকাতে এ ধরনের হামলা চালাচ্ছে তেল আবিব।খবর -পার্সটুডে