আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ মো. জান্নাতুল ইসলামকে জয়লাভ করার জন্য দলীয় এক বিশাল প্রস্তুতি সভা হালিশহরে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাতে হালিশহর আই ব্লকে সংগঠনের থানা কমিটির উদ্যোগে থানা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় ওই সভা সম্পন্ন হয়। এ সময় থানা ও বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রসঙ্গত, মেয়র প্রার্থী আলহাজ¦ মো. জান্নাতুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি। তিনি নিজ দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষের কাছে সৎ এবং ত্যাগী তথা জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। ইতঃপূর্বে তিনি নগরীর ৪১ওয়ার্ডে দরিদ্র মানুষের জন্য কল্যাণকর বিভিন্ন কর্মকা- চালিয়েছেন। এছাড়াও মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি বরাবরেই প্রতিবাদ জানিয়ে আসছেন। এসব কারণে খেটে খাওয়া মানুষগুলো এবার তাঁর পক্ষে কাজ করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। তাছাড়া দলের হাজার হাজার নেতাকর্মী তাঁকে জেতাতে নানা ধরণের পরিকল্পনা নিয়েছেন বলে জানাগেছে।