চট্টগ্রামে সেই ২০০ কোটি টাকার ভবিষ্যত কি হবে? এই টাকা কিভাবে খরচ হবে; তারও নেই সঠিক নির্দেশনা। ফলে এই টাকা খরচের ক্ষেত্রে দুর্নীতি হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। আর এই টাকাটা হচ্ছে জেলা প্রশাসনের এলএ শাখায়। চট্টগ্রাম ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ প্রদানের সময় সরকারি নিয়ম মাফিক মালিকদের কাছ থেকে কেটে নেয়া টাকায় রীতিমত পাহাড় হয়েছে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায়। ওই টাকার পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা হবে। গত ৪৯ বছর ধরে এই শাখায় আনুষাঙ্গিক খরচ খাতে বৈধভাবে সেই টাকা শুধু জমাই হয়েছে। উক্ত টাকা ভবিষ্যতে কিভাবে খরচ হবে? এটা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারাও। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ আমিরুল কায়ছারও বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। নিয়ম মতে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে (সরকারি) ১০ লাখ টাকা পর্যন্ত প্রাক্কলিত অর্থের ওপর ৩ শতাংশ হারে এবং এর ওপরে হলে ২ শতাংশ হারে জমা হয় উল্লেখিত খাতে। সংশ্লিষ্ট ভূমি মালিকদের কাছ থেকে এই টাকা জমা হয় এলএ শাখায়।
একাধিক সূত্র জানায়, বিগত ১৯৪৮ সালে এলএ শাখা চালু হয়। এই শাখায় বিবিধ কিংবা আনুষঙ্গিক খরচের মধ্যে রয়েছে সংশ্লিষ্টদের চা নাস্তা, যাতায়াত, মনোহারি পণ্য, প্রিন্টার, স্ক্যানার, কাগজ, ফটোকপি ও প্রকল্পে যাতায়াত ইত্যাদি। তবে ২০১৪ সালের ১২ জুন ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এলএ শাখায় জেলা প্রশাসকগণ প্রতিবছর ১ লাখ এবং বিভাগীয় কমিশনারের অনুমতিক্রমে আরো ১ লাখ টাকা খরচ করতে পারবেন। ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে চেক পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের যে টাকা খরচ হয় সেই তুলনায় বর্তমানে বছরে এক/দুই লাখ টাকা যথেষ্ট নয়। ফলে এক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের জন্ম হচ্ছে প্রকশ্যে। সূত্র জানায়, ১৯৭০ সালে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ছিলেন মোহাম্মদ হোসেন। তখন এই খাতে জমা ছিল ২৬ হাজার ৪১৭ টাকা ১৩ পয়সা। কিন্তু চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এই খাতে বাংলাদেশ ব্যাংকে চট্টগ্রাম জেলা প্রশাসনের একাউন্টে জমা রয়েছে ১৯৪ কোটি ১ লাখ ৫ হাজার ৬৭০ টাকা ৩৭ পয়সা। গত ৪৯ বছর ধরে এলএ শাখায় আনুষাঙ্গিক খরচ খাতে জমা হলেও এই টাকা কিভাবে খরচ হবে তার কোন সঠিক নির্দেশনা নেই এখনো। অপরদিকে উক্ত টাকার মধ্যে ২০১৭ সালে সবচেয়ে বেশি ২৯ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ৪৫৪ টাকা ৩৮ পয়সা এ খাতে জেলা প্রশাসনের একাউন্টে জমা হয়েছে।
২০১৪ সালে ২৫ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ১৯৩ টাকা ৩২ পয়সা, ২০১৬ সালে ২২ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭ টাকা ১৫ পয়সা, ২০১১ সালে ১৭ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা ৬৬ পয়সা, ২০০৭ সালে ১৪ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ২৪২ টাকা ৭২ পয়সা, ২০০৬ সালে ১৩ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৬১৩ টাকা ৯৩ পয়সা, ২০১৫ সালে ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৯৭০ টাকা ৪৭ পয়সা ও ২০১৮ সালে এ খাতে জমা হয় ১০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৬০ টাকা ৮ পয়সা। চট্টগ্রামে বর্তমানে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ কার্যক্রম চলা প্রকল্পগুলো হচ্ছে, বে-টার্মিনাল প্রকল্প, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, শিল্প পুলিশের পুলিশ লাইন, হাইওয়ে পুলিশ ফাঁড়ি, আউটার রিং রোড, ইস্টার্ন রিফাইনারির পাইপ লাইন প্রকল্প, বহদ্দার হাট-বাড়ৈইপাড়া খাল খনন, পিবিআই’র কার্যালয় নির্মাণ, নেভাল একাডেমি সম্প্রসারণ প্রকল্প, আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন লাইন, কর্ণফুলী টানেল নির্মাণ, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ওয়াসার ভান্ডারজুড়ি প্রকল্প, রেলওয়ের দোহাজারী-ঘুমধুমসহ বিভিন্ন মেগা প্রকল্প, মডেল মসজিদ, ফায়ার স্টেশন, সংযোগ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প। মোট অন্তত দেড়শ’ ছোটবড় প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হচ্ছে এলএ শাখার মাধ্যমেই।