জামালপুরের বকশীগঞ্জ থানা বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে “বকশীগঞ্জ নাগরিক কল্যাণ” কমিটি। সোমবার সকালে পৌর শহরের দক্ষিন বাজার হাইস্কুল মোড়,বাসস্ট্যান্ড মোড় ও উপজেলা পরিষদের সামনে তিনদফা মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে থানা স্থানান্তর না করে বর্তমান স্থানেই থানার কার্যক্রম বহাল রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক কল্যাণ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আওরঙ্গজেব সওদাগর, কো-চেয়ারম্যান আলহাজ্ব আরিফ সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হামিদ,যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এছাড়াও স্বারক লিপির অনুলিপি জামালপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব, পুলিশের আইজিপি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক,জামালপুর পুলিশ সুপার,বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল, বকশীগঞ্জ পৌর মেয়র,ওসি বকশীগঞ্জ থানা,জামালপুর জেলা আওয়ামী লীগ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে ২ একর ৬২ শতক জমির উপর বকশীগঞ্জ থানা ভবন প্রতিষ্ঠা হয়। প্রাক্তন মন্ত্রী এম এ সাত্তারের মা থানার জন্য জমি দান করেন। থানার চারপাশ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। রয়েছে মসজিদ, কোয়াটার ও পুুকরসহ মনোরম পরিবেশ। বকশীগঞ্জ বাজার থেকে থানায় যাওয়ার জন্য দুই পাশ দিয়ে প্রশস্ত পাকা রাস্তা রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বকশীগঞ্জ থানা চত্বরে কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। বিনা কারণে প্রায় শত কোটি টাকার সম্পদ নষ্ট করে জমি ক্রয় বা অধিগ্রহন করে থানা স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এর প্রতিবাদে ও বর্তমান স্থানেই থানা বহাল রাখার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে নাগরিক কল্যাণ কমিটি।