গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী ইসলামি পাঠাগারের উদ্যোগে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে ২২ তমইসলামীপ্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার ভাকোয়াদী উচ্চবিদ্যালয়ের একেএম শামসুল আলম খান ফারুক মিলনায়তনে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এঅনুষ্ঠান হয়।
তাজবিদসহ কেরাত, কোরআন তেলাওয়াত, কালিমা, দোয়া, আযান, হদিস, ইসলামি সঙ্গীত, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম অধিবেশন শেষ করা হয়। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যার পর থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
সাবেক প্রধান শিক্ষক হালিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ভাকোয়াদী ইসলামি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা বাহাউদ্দিন আমহদ।
মাও. শামীম আহমদ ও বোরহান উদ্দিন মৃধার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা গাজী মোঃ শহিদুজ্জামান, শিল্পপতি মাহবুব আলম খান দিলিপ, পাঠাগার সহ-সভাপতি নূরে আলম শেখ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার, প্রধান শিক্ষক হালিম সরকার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা বাহাউদ্দিন আমহদ বলেন, তরুণ প্রজন্মকে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে। সুষ্ঠ বিবেচনার মাধ্যমে যে কোন সমস্যা সমাধান করতে হবে। ইসলামি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এমন ব্যতিক্রম অনুষ্ঠান খুব কমই দেখা যায়। যেখানেই যাইনা কেন আমরা কিছু শিখতে চেষ্টা করব। বিশুদ্ধ কোরআন ও দ্বীনশিক্ষার উদ্দেশ্যে যেন পাঠাগার পরিচালনা কমিটি কাজ করতে পারে।