কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাবীকে হত্যার দায়ে দেবর বাসির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাসির উদ্দিন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। তবে এ সময় খালাস পাওয়া অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বাসির উদ্দিন জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের আম্বিয়া খাতুনের সঙ্গে মাদ্রাসা শিক্ষক জজ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে চার ছেলেমেয়ে ছিল। পারিবারিক কলহের জের ধরে রাগ করে স্ত্রী আম্বিয়া তার বাবার বাড়ি চলে যায়। ঘটনার কিছুদিন আগে তাকে আবার ফিরিয়ে আনে তার স্বামী। বিষয়টি জজ মিয়ার ভাই বাসির ও তার পরিবারের লোকজন সহজভাবে নেয়নি। ২০০২ সালের ২ মে গভীর রাতে বাসির ও কয়েকজন সহযোগী নিয়ে সিঁদ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে আম্বিয়াকে।
এ ঘটনায় আম্বিয়ার চাচা কায়েসউদ্দিন বাদী হয়ে বাসিরকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে মোট বাসিরসহ ছয়জনের বিরুদ্ধে একই বছরের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এ রায় দেন। মামলার আসামি পক্ষে ছিলেন অ্যডভোকেট ক্ষিতিশ দেব নাথ। বাদী পক্ষে ছিলেন অ্যডভোকেট জীবন কুমার রায়।