সৈয়দপুর বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশকালে ৩ জনকে গ্রেফতার করেছে আর্মস পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা। এ সময় তাদের সাথে বিমানবন্দরে কর্তব্যরত আর্মস পুলিশ ব্যাটেলিয়ন সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমর্স পুলিশ ব্যাটেলিয়নের সদস্য মোহাম্মদ সেলিম কনস্টেবল যার নম্বর ৮৩০৩ আহত হয়। আহত ওই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর শহরের হাতিখানার শরীফ উদ্দিনের ২ পুত্র মোহাম্মদ সেলিম (২৫) ও হায়দার আলী এবং একই মহল্লার আলী হোসেনের পুত্র ইজাজ আহমেদ (২৪)। এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরের ৮- আর্মস পুলিশ ব্যাটেলিয়নের এএসআই সালেকুজ্জামান বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।