কিশোরগঞ্জের নিকলী থানার এস আই মোঃ মিজানুর রহমান গতকাল রবিবার দুপুরে হিলচিয়া বাজার থেকে গুরুই ইউ পি সদস্য শিশু মিয়া (৫০)কে গ্রেফতার করেছে।থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় ফুটন্ত তেলে ইউপি সদস্য শিশু মিয়া মেলায় গেলে দোকানি মোঃ খলিল মিয়া(৩৫)কে ফুটন্ত তেলে শরীরের বিভিন্ন অংশে ঝলসে দেয়। সেই মামলার বাদী হন গুরুতর আহত খলিল মিয়ার ভাই মোঃ জুয়েল মিয়া। জানা যায় দগ্ধ খলিল মিয়া নিকলী উপজেলার কামালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে তিনি বিভিন্ন বাজারে ভ্রাম্যমান অবস্থ্য়া দোকান বসিয়ে ডালের ভরা বিক্রি করেন। মোঃ খলিল মিয়া জানান গত ১৮ই ফেব্রুয়ারী গুরুই শাহী মসজিদের মেলায় তিনি ডিম ও ডালের ভরা বিক্রির অস্থায়ী দোকান দিয়েছিলেন। রাতে ইউপি সদস্য শিশু মিয়া তার দোকানে এসে ডালে মরিচ নাই কেন জিজ্ঞেস করেন গালিগালাজ শুরু করেন। মরিচ শেষ হয়ে গেলে বলে জানালে ইউপি সদস্য আরও ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তাকে লাথি মেরে ফুটন্ত তেলে কড়াইয়ে ফেলে দেয়। এতে তার ডান হাত,ডান পা ও মুখের ডান পাশ ঝলসে যায়। ইউপি সদস্যের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরদিন ১৯ ফেব্রুয়ারী মোঃ খলিল মিয়া সাময়িক চিকিৎসা করেন। সেখান থেকে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারের পরামর্শে ভর্তি হন। পরে তিনি বাড়িতে চলে আসেন। দগ্ধ খলিল মিয়ার স্ত্রী নুরুন্নাহার জানান, স্বামীর আয়েই তাদের সংসারের ৮ সদস্যের চলে। তাদের ভিটেমাটি ছাড়া আর কোন সহায় সম্ভল নেই। গুরুই ইউপি চেয়ারম্যান আবু তাহের জানান চিকিৎসার জন্য ৭হাজার টাকা দগ্ধ খলিলকে ইউপি সদস্য শিশু মিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর শুরু থেকে খলিলকে চিকিৎসা সহ সার্বিকভাবে দেখাশুনা করছেন ইউপির সদস্যের বড় ভাই।