শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আগুন আতংকে পড়েছে মানুষ। গত প্রায় ১মাস যাবত নালিতাবাড়ী উপজেলার ১০ টি গ্রামের খড়ের গাদা, ১টি বাড়ী এবং ১টি গরু মারা যাওয়াসহ মোট ১১টি জায়গা আগুনে ভস্মিভূত হয়েছে। সর্বশেষ আজ রবিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার বালুঘাটায় খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ষ্ট্রেশন সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারী হতে একটানা আজ রোববার ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় এক মাসে নালিতাবাড়ী উপজেলার ১০টি জায়গায় খড়ের গাদা ও নকলা উপজেলার ধনাকুশা এলাকাসহ মোট ১১টি জায়গায় আগুন লেগেছে এবং নালিতাবাড়ী উপজেলায় গত ২৭ জানুয়ারীতে আগুন লেগে ১টি বাড়ী ভস্মিভূত ও ১টি গরু মারা গেছে।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিস ষ্ট্রেশন কর্মকর্তা মীর মারুফ জানান, আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে খড়ের গাদায় লাগা আগুন নিয়ন্ত্রন করেছি। এসব জায়গার ১১ টার মধ্যে গিয়ে ১০টিতে গিয়ে আমরা কাজ করেছি এবং সর্বশেষ আজ রবিবার দুপুরে বালুঘাটারটিতে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই এবং তার আগেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে তাই আমাদের সেখানে যেতে হয়নি।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নালিতাবাড়ীতে আগুন আতংক খবর ছড়িয়েছে। আসলে ১টি বাড়ী ছাড়া বাকি সবগুলি খড়ের গাদায় লাগা আগুন। তবে কি কারনে এগুলি ঘটছে এখনো বিষয়টি পরিস্কার নয়। এগুলির তদন্ত হচ্ছে। বাড়ীতে আগুন লেগেছে বা আগুন আতংক বলে যারা এসব ছড়াচ্ছে এবং এগুলি বলা বা গুজব ছাড়ানো ঠিক নয়। যারা এগুলি ছড়াচ্ছে এগুলি এক ধরেেনর গুজব। আমরা সব জায়গায় টহল বাড়িয়েছি।