টঙ্গীর পাগাড় এলাকার নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসায় পড়া দিতে না পারায় শিশু শিক্ষার্থী শাওনকে পিটিয়ে গুরুতর জখম করেছে শিক্ষক হাফেজ মো. মিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে। খবর পেয়ে শিশুটির বাবা-মা আহত শাওনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছেন। ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে মাদরাসা কর্তৃপক্ষসহ স্থানীয় কিছু লোকজন। এ ঘটনায় শাওনের পরিবারে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাদরাসা ছাত্র শাওনের বাবা মো. মোজাম্মেল হোসেন জানান, তিনি ঝুটের ব্যবসা করেন এবং তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করেন। ফলে বাসা ফাঁকা থাকায় তিনি তার ৭ বছর বয়সী শিশু ছেলে শাওন ও ৫ বছর বয়সী শিশু মেয়ে মোছা: তানিয়া আক্তারকে পারিবারিক নিরাপত্তার জন্য পাগাড় এলাকার নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসায় সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাসিক বেতনে থাকতে ও পড়তে দেন। আহত শাওন বাংলায় দ্বিতীয় শ্রেণিতে এবং ছোট বোন তানিয়া আক্তার বাংলায় প্রথম শ্রেণিতে পড়ার পাশাপাশি ওইখানে ওই শিক্ষকের কোরআন শিক্ষা গ্রহণ করে। গত শনিবার সকাল ১০ টায় শাওন ও তার বোন তানিয়াসহ আরো কয়েক জন শিক্ষার্থী একত্রে মাদরাসা শিক্ষক হাফেজ মো. মিরাজুল ইসলামের কাছে পড়তে বসলে শাওন প্রতিদিনের ন্যায় ওই শিক্ষককে পড়া দিতে ব্যর্থ হয়। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত করার চেষ্টা করে। এ সময় শাওন বেত্রাঘাত থেকে বাঁচতে সরে গেলে ওই বেতের আঘাত গিয়ে পড়ে অন্য এক ছাত্রের গায়ে। এতে ওই শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে শাওনকে বেধড়ক বেত্রাঘাত করে পিঠে ও দু-পায়ে হাঁটুর উপরে গুরতর জখম করে। এ সময় ওই শিশুটি মা বাঁচাও বলে ডাক চিৎকার করলে ওই শিক্ষক আরো বেশি বেত্রাঘাত করে বলে শিশু ছাত্র শাওন তার বাবা মা ও স্থানীয় লোকজনদের জানায়। খবর পেয়ে আহত শাওনের বাবা মোজাম্মেল, আত্মীয় রিক্তা ও প্রতিবেশী রফিকুল ইসলাম শাওনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছেন। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে পড়লে মাদরাসার ওই শিক্ষক হাফেজ মো. মিরাজুল ইসলামসহ মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় লোকজনের সহযোগীতায় মরিয়া হয়ে উঠেছে বলে জানায় শাওনের বাবা মোজাম্মেল হোসেন ও ফুপু রিক্তা আক্তার। এদিকে ঘটনার পর থেকে শাওন অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছে এবং সুষ্টু বিচার না পাওয়ায় তার পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছে। শাওনের পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন এঘটনার সুষ্টু বিচার দাবী করেছেন।
এব্যাপারে নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসার অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাচ্চাটাকে মেরেছি পড়ার জন্য। এটা কোন সমস্যা না। সে এখন সুস্থ এবং বাসায় আছে। বিষয়টি আমাদের মধ্যে মীমাংশা হয়েছে। আগামীকাল সোমবার থেকে বাচ্চাটি মাদরাসায় আসবে।