পাবনার চাটমোহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স,ব্যালট পেপার,ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার,প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্টসহ সব ধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা।
আফ্রাতপাাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিনুল ইসলাম ও খতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান,অধিকাংশ বিদ্যালয়ে ৭টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। বেশ কিছু বিদ্যালয়ে কোন ভোট করতে হয়নি। সমন্বয় করা হয়েছে। তারা জানান,বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে
ভোট প্রদান করে। এ ছাড়া প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।