বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় ষড়যন্ত্রমুলক নিরপরাধ মানুষকে হয়রানীর প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী এলাকাবাসী ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধনে এলাকার প্রায় তিনহাজার নারী পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ইমাম ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন। জব্বারগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাধুরপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হেলাল উদ্দিন খানঁ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম,আ’লীগ নেতা হাসমত আলী,আবুল হোসেন মাষ্টার,সমাজসেবক জাকির হোসেন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,২০১৮ সালের ২ জুলাই বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর পশ্চিমপাড়া গ্রামের ভাড়াটে মোটর সাইকেল চালক আবু বক্কর নুরী (৪৮) ইসলামপুর উপজেলার টুংরাপাড়ার পুবের বন্দ বন্দে আলী ব্রীজের পাশে খুন হয়। ইসলামপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ১ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়। নামীয় একজন আসামি হলো বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ক্ষেতারচর বটতলা গ্রামের নুর ইসলামের ছেলে বেপারী মিয়া। মামলায় ১ জনকে আসামি করা হলেও নিহতের ভাগ্নে মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামের গোলাম মোহাম্মদ ওরফে কালো গাজীর ছেলে হাকিম আলী ও তার সহযোগী একই গ্রামের ছামিউল হকের ছেলে মজিদ আলী পুর্ব শত্রুতার জের ধরে আইরমারী গ্রামের শহিদুর রহমান মাষ্টার ও খবির উদ্দিন খোকা মাষ্টারসহ একই গ্রামের ১০ জনের নাম পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের দেয়া তালিকা অনুযায়ী পুলিশ তাদের সন্দেহভাজন আসামি করে। এ কারণে ওই হত্যা মামলায় আইরমারী গ্রামের নিরীহ ১০ জন মানুষ হয়রানির শিকার হয়ে আসছে। তাই নিরীহ মানুষকে ফাসাঁনোর প্রতিবাদে ও মামলাটি পিবিআই অথবা সিআইডি’র মাধ্যমে সুষ্ঠ তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং যারা ওই হত্যাকান্ডের সাথে জড়িত নয় তাদেরকে হয়রানী বন্ধে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সেই সাথে ষড়যন্ত্র মুলক হত্যা মামলায় জড়ানোর মুল হোতা আবদুল হাকিম ও মজিদ আলীর শাস্তির দাবি জানান তারা।
গ্রামবাসী জানান, শহিদুর রহমান মাষ্টার ও মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দিন খোকা মাষ্টারসহ একই গ্রামের ১০ জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হাকিম আলী ও মজিদ আলীর বিরোধ চলে আসছিলো। তাই পূর্ব শত্রুতার জের ধরে মামার (আবু বক্কর নুরীর) লাশকে পুজিঁ করে প্রতিপক্ষকে ঘায়েল করতেই ওই হত্যা মামলার সাথে শহিদুর রহমান মাষ্টার গংদের জড়ানোর চেষ্টা করে হাকিম আলী ও মজিদ।
ওই মামলার নামীয় আসামি বেপারি ও নিহত আবু বক্কর নুরীর ভাতিজা লাল মিয়াকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয় সে। তাহার জবানবন্দিতে মুসা আলী, বেলা মিয়া ও মোশারফ হোসেনের নাম রয়েছে। পরবর্তী সময়ে লাল মিয়া আদালতে তার জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেন। এর কিছুদিন পর মোশারফকে গ্রেফতার পূর্বক ১ দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
মোশারফের ভাষ্যমতে,রিমান্ডের সময় হাকিম আলী ও মজিদের উপস্থিতিতে শহিদুর মাষ্টার,খোকা মাষ্টারসহ ১০ জনের নাম বলার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হয়। তবে আমি ১৬৪ ধারায় জবানবন্দী দেইনি। এর কিছুদিন পর মুসা আলী, ইজ্জত আলী ও জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মুসাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
মুসা আলী বলেন,রিমান্ডে নিয়ে আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়। আমার স্বাক্ষরিত কাগজে শহিদুর রহমান মাষ্টার,খোকা মাষ্টার,দানেছ আলী,ইজ্জত আলী, মোশারফ,বেলা মিয়া,আবুল হোসেন, জয়নাল ও হান্নানের নাম অর্ন্তভূক্ত করা হয় বলে জানতে পেরে আমি কারাগারে থাকাবস্থায় আদালতের মাধ্যমে তা প্রত্যাহারের আবেদন করি। ভুক্তভোগী শহিদুর মাষ্টার জানান,আমি গত ১৮.০৬.২০১৮ ইং হইতে ১২.০৭.২০১৮ ইং পর্যন্ত জামালপুর পিটি আই এ ট্রেনিং এ ছিলাম। অথচ ১৬৪ ধারায় মুসার জবানবন্দির বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে উপর্যুক্ত তারিখে আমি আইরমারী গ্রামে খুনের পরিকল্পনার মিটিং করেছি। যাহা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। মামলায় ষড়যন্ত্রমূলক হয়রানি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সেই সাথে মামলাটি সিআইডি অথবা পিবিআই এ হস্তান্তর করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে গ্রেফতার এবং সত্য উদঘাটন না করে নিরীহ মানুষের নাম চার্জশীটে অর্ন্তভূক্ত না করার দাবি জানান।