কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে অবস্থিত গোয়ালগ্রাম কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান, গোয়ালগ্রাম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কলেজ কমিটির সভাপতি আলাউল হক প্রমুখ।