রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে বোরো ধান লাগানোর অভিযোগ উঠেছে। মোহনপুর থানার পুলিশ নিষেধ করার পরেও জোর করে লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার হরিদাগাছি পশ্চিমপাড়া গ্রামের মৃত খোন্দকার মজিবর রহমানের ছেলে খোন্দকার মাহমুদুর রহমান সাহেব হরিদাগাছি মৌজার জনৈক আব্দুর আজাদ আলীর গ্যারিজের পশ্চিমপাশে ২৯ শতক ধানী জমি ক্রয় সূত্রে ৫/৬ বছর ধরে ভোগদখল করে আসছিল। হঠাৎ করে উক্ত জমি পতিপক্ষ তার লোকজন নিয়ে জোর দখল আসলে জমির মালিক বাধা দিলে তারা উল্টো হুমকি প্রদান করে। জমির মালিক মাহমুদুর রহমান সাহেব বাদি হয়ে হরিদাগাছি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম স্বপন, মাসুদ রানা, লিখিল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারধীন রয়েছে। প্রতিপক্ষ তার লোকজন নিয়ে গত ১০ ফেব্রয়ারী সকাল সাড়ে ৯ টার মামলার বাদির বাড়ির সামনে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে। এ বিষয়ে মাহমুদুর রহমান সাহেব বাদি হয়ে ৮জনের বিরুদ্ধে মোহনপুর লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা চলা অবস্থায় উক্ত জমি কেউ যেন ভোগদল করতে না পারেন সেজন্য গত ২০ ফেব্রয়ারি আদালত নিষেধাজ্ঞা জারি করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ প্রদান করেন। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা জোর জমিতে বোরো ধান লাগান। কয়েকবার মোহনপুর থানার আসলেও প্রতিপক্ষরা তা মানছেন না।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আদালত হতে নিষেধাজ্ঞা আসার পুলিশ পাঠানোর পরেও প্রতিপক্ষরা তা মানছেন না। তিনি আরো জানান, উক্ত বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।