কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ঘোড়ামারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম উপজেলার আটমাইল নওদা খাদিমপুর এলাকার রুকমান আলীর ছেলে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস জানান, সকালে তরিকুল একটি বেকারীর কারখানা থেকে পাউরুটি-বিস্কুটের ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।