কচুয়ায় শ্রী শ্রী শিব চতুর্দ্দশী পূজা উৎসব -২০২০ উপলক্ষ্যে এক ধর্মীয় আলোচনা সভা গতকাল সকাল ১০টায় শিবপুর শিবমন্দীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক শিব মন্দীর কমিটি প্রদীপ কুমার বসুর সঞ্চালনে শিব মন্দীর কমিটি সভাপতি সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন সহকারি ভারতীয় হাই কমিশনার,খুলনা শ্রী রাজেশ কুমার রায়না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি ভারতীয় হাই কমিশনার এর সহধর্মীনি শ্রীমতি নন্দীতা রায়না, কচুয়া উপজেলা চেয়ারম্যারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এসএম মাহফুজুর রহমান,অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দ,অধ্যক্ষ গৌড়কৃষ্ণ অবতর দাস ব্রক্ষ্মচারী,সভাপতি বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ অমিত রায়, অধ্যক্ষ নির্মল কান্তি, প্রভাষক সুশান্ত কুন্ডু,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা সাধারন সম্পাদক মিলন ব্যানার্জি, সাংবাদিক শুশান্ত মল্লিক, সাংবাদিক শুনীল দাস,বিশিষ্ট ব্যাবসায়ী সমীর সাহা,মুক্তি দাস,উপ-পরিচালক স্থানীয় সরকার দেব প্রশাদ পাল,অতিরিক্ত পুলশ সুপার বাগেরহাট সরকার ওবায়দুর রহমান,শিক্ষা কর্মকর্তা পূরবী দাস,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিব মন্দীর কমিটির অর্থ সম্পাদক অরিন্দম দেবনাথ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নিমাই দাস,খোকন দাস,শেখ নজরুল ইসলাম,সুবাস রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কচুয়ার নেতা পুলিন বিহারী সাহা,মৃনাল মৈত্র, সমীর মন্ডল প্রমুখ।