কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে আন্তঃ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিকের আদলে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে ৮ টি স্টলের মাধ্যমে ৫২ টি প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞানের নতুনত্ব আবিষ্কারের মডেল উপস্থাপন করেন। প্রতিযোগিতায় দশম শ্রেণির ছাত্র অভিজিৎ ও তার গ্রুপ প্রথম, সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন ও তার গ্রুপ দ্বিতীয় এবং নবম শ্রেণির ছাত্র রিয়াছাত ও তার গ্রুপ তৃতীয় স্থান অধিকার অর্জন করেন।
এছাড়া বিজ্ঞান অলিম্পিকে দু’টি দল অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অধিকার করেন জেসমিন সুলতানা বিউটি ও তার দল।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তজার্তিক বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, ইঞ্জিনিয়ার শামীম আল মামুন ডালিম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল।
মেলার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, সহকারী শিক্ষক আব্দুর রহিম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন।