মানব সেবায় সর্বদা নিয়োজিত আমেরিকান প্রবাসী মোঃ সাইফুল ইসলাম। ডুমুরিয়ার খর্ণিয়া ভদ্রদিয়া গ্রামের মৃত ওহাব মোড়লের ছেলে তরুন সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবত পরিবারসহ আমেরিকায় বসবাস করছেন। বর্তমানে খর্ণিয়া বাজারে তার, সালেহ- ওহাব শিক্ষা প্রকল্প নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যেক্তিদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। গ্রামের অসহায় গরীব দুখী,অসুস্থ মানুষের যেন আস্থার প্রতিক সাইফুল ইসলাম। মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে আর্থিক ভাবে সহযোগীতাও করে থাকেন। গত (২১ফেব্রুয়ারি) খর্ণিয়ার গোনালী গ্রামে অবস্থিত, গোনালী পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটির কাছে আর্থিক সহযোগীতা তুলে দেন। এ সময় সালেহ-ওহাব প্রকল্পের নিজস্ব কার্যালয়ে উপস্থিত ছিলেন, খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আলী মোল্ল্যা, ভদ্রদিয়ার সাবেক মেম্বার মোঃ শরীফ মোড়ল,ডাঃ হুমায়ন কবির,মাসুদ করিম,প্রকাশ সরকার,শেখ হাবিবুর রহমান, উজ্জ্বল রায়,সজিব দাস,বিশ্বজিৎ দাস প্রমুখ