রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়ন সয়ড়াবাড়ীতে সোনালী বিদ্যানিকেতন ও গোল্ডেন প্রাইভেট সেন্টারে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোহালী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল। প্রধান পৃষ্ঠপোষক অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। সোনালী বিদ্যানিকেতনের পরিচালক কনক রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা সমবায় কর্মকর্তা হোসনে আরা বেগম পপি, আন্তর্জাতিক মানবধিকার সংস্থা রংপুর বিভাগীয় সমন্বয়কারী গোলাম রব্বনী রতন, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ও উপজেলা জাতীয় সাইবার পার্টির সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কৈমারী শাখা ম্যানেজার তিতাস গোস্বামী, বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী সরকারি কলেজের সাবেক সভাপতি আর.জি.এস মিঠু সরকার জয় প্রমুখ। এতে আলমবিদিতর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাদেকুল ইসলাম, সোনালী বিদ্যানিকেতনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সুধীজন উপস্থিত ছিলেন।