গঙ্গাচড়া উপজেলা জাতীয় হোটেল এ- রেস্তোরা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হোটেল এ- রেস্তোরা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ। এতে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ০৯ টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি পদে মোক্তার হোসেন মোমবাতি মার্কায় ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম চশমা প্রতীকে ৫৮ ভোট পেয়ে, কোষাধ্যক্ষ পদে আশিকুজ্জামান মিলন মোরগ মার্কায় ৬০ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে রিপন মিয়া টিউবওয়েল প্রতিকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দুলাল মিয়া চেয়ার প্রতীকে পান ২৩ ভোট ও জাহেদুল ইসলাম মটর সাইকেল প্রতীকে পান ১৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হেলাল মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ৫০ ভোট ও আশরাফুল ইসলাম ছাতা প্রতীকে ১৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিলন মিয়া হাঁস প্রতীকে ৪৬ ভোট ও মোঃ শাহ আলম মাছ প্রতীকে ৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুক মিয়া ফুটবল প্রতীকে ২৫ ভোট পান। নির্বাচনে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সাবেক ইউপি সদস্য সুজা আহম্মেদ সাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল্লাহ, জাপা নেতা রাজা মিয়া, আজাহার, রশীদ, বাবলু, আব্দুল্লাহ।