জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাইবার পার্টি ও বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন। ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীর হাট এলাকায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির হলরুমে তিনি ওই এলাকার বিধবা, গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় লিমিটেডের সভাপতি হালিম বাদশা, সহ-সভাপতি রুহুল আমিন, সম্পাদক জুয়েল ইসলাম, বড়বিল ইউনিয়নের জাতীয় সাইবার পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, গঙ্গাচড়া ইউনিয়নের জাতীয় সাইবার পার্টির প্রচার সম্পাদক রকি, বড়বিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্পাদক সামসুল আলম প্রমুখ।