রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন শাখার জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় মোখলেছুর রহমান বখশি সভাপতি ও সুজাউদ্দৌল্লা সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বাবুল মিয়া নির্বাচিত হন। শনিবার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে বড়বিল ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুর আমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুর রাজ্জাক, জেলা সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ খতিবার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান বখশির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আওরঙ্গজেব হোসেন বাদশা, জাপা নেতা হাফিজ হায়দার খালিদ, আজগার আলী, লাল মিয়া, বাবুল মিয়া প্রমূখ। এ সময় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য রেজাউল করিম রঞ্জু, জাতীয় সাইবার পার্টির সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, ছাত্র সমাজের সভাপতি নুরুল হুদা নাহিদ সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।