বাগেরহাটের ফকিরহাট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন এর উদ্যোগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা মহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকালে প্রভাতফেরী বের হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অপর্ন করে শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, ডাঃ শাহরিয়ার শামিম, মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার শিকদার প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।