যথাযোগ্য মর্যাদায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ‘র নেতৃত্বে ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এসময়ে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, দাকোপ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাচ ধারণ করে নগ্ন পায়ে প্রভাত ফেরী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, পরে শহীদ মিনার চত্বরে ভাষা আন্দোলনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের জন্য দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অপর দিকে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রভাত ফেরী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। প্রধান বক্তৃতার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়. মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন শেখ, জি এম রেজা, মোঃ শিপন ভূইয়া, প্রভাষক তপন মন্ডল, নিতাই বাছাড়, আরাফাত আজাদ, জি এম ফারুক হোসেন, গোবিন্দ বিশ্বাস, রাজু বাছাড়, অসিত বিশ্বাস, রাবেয়া ইসলাম, আজিজুর শেখ, স্কন বিশ্বাস, সপ্নীল মন্ডল প্রমুখ।