কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভা করেছে। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শনিবার দুপুরে শহরের বিএমএ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আলী রেজা বাবু, মঞ্জুর মোরশেদ স্বপন, এ্যাড. শেখ আসাদু জ্জামান, ডা. আবদুর রহমান, মো. মনিরুল হক ফরাজী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জুলফিকার আলী, শেখ আবদুল হালিম খোকন, এ্যাড. মিজানুর রহমান,এ্যাড. ফারহানা জাহান নিপা, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ হাফিজুর রহমান, মমিনুল হক টুলু বিশ^াস, মো. শহিদুল হক, মো. ইসাক আলী মোল্লা, হাফিজুর রহমান তুহিন, মৃধা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আন্দোলন সফল করতে নেতাকর্মীদেও আরো তৎপর হবার আহবান জানান।