বেসিক ব্যাংকের অন্তত ২৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম এবং সাবেক এমপি বেগম মাহজাবিন মোর্শেদের বিরুদ্ধে দুই বছর আগে দুটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর আত্মসাৎ করা অর্থ কিস্তিতে পরিশোধের শর্তে তাদেরকে জামিনও দিয়েছিল আদালত। কিন্তু তারা সেই শর্তানুযায়ী কিস্তি পরিশোধ করেনি। আদালতে হাজিরও হননি। এজন্য গত বছরের ১৯ এপ্রিল তাদের জামিন বাতিল করে প্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের আদালত। শুধু কি তারা বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎ করেছিল? না মোর্শেদ মুরাদ নামে-বেনামে তাঁর পারিবারিক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় ৯৯০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। বিপুল অঙ্কের এই খেলাপি ঋণের দায় নিয়ে মোর্শেদ-মাহজাবিন দম্পতি বর্তমানে সপরিবারে কানাডার অন্টারিও প্রদেশের অশাওয়া শহরে বিলাসীভাবে বসবাস করছেন। আর সেখান থেকেই এই দম্পতি দেশে থাকা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
একাধিক সূত্র জানায়, মোর্শেদ পরিবারের কাছে শুধু বেসিক ব্যাংকেরই খেলাপি ঋণের পরিমাণ ৬৩৩ কোটি টাকা। এর মধ্যে ১০২ কোটি টাকা ঋণের জিম্মাদার মোর্শেদ মুরাদ ইব্রাহিম। আর বর্তমানের পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ৭৬ কোটি টাকা, রূপালী ব্যাংকের ১১৩ কোটি টাকাসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ওই পরিবারের খেলাপি ঋণের পরিমাণ আরও ৩৬০ কোটি টাকা। সব মিলিয়ে এই পরিবারের ৯৯০ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য মিলেছে। তবে দুদক ও ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, তাদের খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি হবে। চট্টগ্রামের সুপরিচিত ব্যবসায়ী সেকান্দর হোসেন মিয়ার সন্তান মোর্শেদ মুরাদ ইব্রাহিম। তাঁর পিতার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ইব্রাহিম কটন মিল। সেই ইব্রাহিম কটন মিল অন্তত ১১ বছর আগে বিক্রি করে দেন মোর্শেদ। এরপর তিনি নিজেই প্রতিষ্ঠা করেন ক্রিস্টাল গ্রুপ নামে নতুন প্রতিষ্ঠান।
এটির নিজে ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে মা গুলশান আরা বেগমকে করেন চেয়ারম্যান। আর ভাই রাশেদ মুরাদ ইব্রাহিমকে উপ-ব্যবস্থাপনা পরিচালক, আরেক ভাই ফয়সাল মুরাদ ইব্রাহিমকে অর্থ-পরিকল্পনা পরিচালক এবং স্ত্রী মাহজাবিন ও ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা রাশেদসহ পরিবারের অন্য সদস্যদের করা হয় গ্রুপটির পরিচালক। প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নামে একটি বীমা প্রতিষ্ঠানও রয়েছে মোর্শেদ মুরাদ পরিবারের মালিকানায়। বিগত ২০১৩ সালে অনুমোদন পাওয়া প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছেন মোর্শেদ মুরাদ পরিবারের সদস্যরা। এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার ভাই রাশেদ মুরাদ। মোর্শেদ মুরাদ পরিচালক ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্সেরও। এর আগে আইএফআইসি ব্যাংকের পরিচালকও হয়েছিলেন তিনি। ক্রিস্টাল গ্রুপের কাছে অন্তত ১১৩ কোটি টাকার ঋণ রয়েছে রূপালী ব্যাংকের। ওই ঋণের পুরোটাই খেলাপি হয়ে যাওয়ায় সম্প্রতি ঋণের জামানত বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি।
রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খেলাপি হয়ে যাওয়া ঋণ আদায়ের জন্য একাধিকবার চট্টগ্রামে মোর্শেদ মুরাদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু ঋণটি পুনঃতফসিল করা সম্ভব না হওয়ায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পরিস্থিতিতে জামানতের সম্পদ বিক্রি করে টাকা আদায় সম্ভব না হলে মামলা করা হবে বলে জানান রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ব্যবসায়ী সূত্র জানায়, এই দম্পতি দেশে থাকা তাদের ব্যবসা-বাণিজ্য কানাডা থেকেই নিয়ন্ত্রণ করছেন। আর তাদেরকে সহযোগিতা করছেন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা। জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী বেগম মাহজাবিন বর্তমানে জাপা চেয়ারম্যানের উপদেষ্টাও। গত ২২ জানুয়ারি তাদের নিয়োগ দেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মোর্শেদ চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট। আর তার স্ত্রী মাহজাবিন মোর্শেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (মহিলা আসন-৪৫) সাবেক সদস্য। মোর্শেদ মুরাদ সাবেক ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও ছিলেন।
সূত্র জানায়, মোর্শেদ পরিবারের বিভিন্ন ব্যবস্যা প্রতিষ্ঠানের নামে এ পর্যন্ত ৯৯০ কোটি টাকার খেলাপি ঋণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখায় ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের নামে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা, আইজি নেভিগেশনের নামে ১৪১ কোটি ৫ লাখ টাকা, ক্রিস্টাল ফিশারিজের নামে ১৮ কোটি টাকা এবং একই ব্যাংকের ঢাকার দিলকুশা শাখায় বে নেভিগেশনের নামে ১৩৭ কোটি টাকা। এ ছাড়া রয়েছে বেসিক ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখায় মোর্শেদের ভাই রাশেদের মালিকানাধীন এমআরএফ ট্রেডিংয়ের নামে ৭০ কোটি টাকা, জিম্মাদার হিসেবে শীতল শিপ ব্রেকার্সের নামে ৭৮ কোটি টাকা ও শাহেদ শিপ ব্রেকার্সের নামে ৪৬ কোটি ১৪ লাখ টাকা। এই ঋণের সুপারিশকারী এবং জিম্মাদার মোর্শেদ মুরাদ।
ওদিকে ফারমার্স ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমার নামে ৩০ কোটি টাকা, চিটাগাং ফিশারিজের নামে ২৯ কোটি টাকা ও গরিবে নেওয়াজ ফিশিংয়ের নামে ১৭ কোটি টাকা। রূপালী ব্যাংকের ঢাকার মতিঝিল শাখায় ক্রিস্টাল গ্রুপের নামে ১১৩ কোটি টাকা, দ্য প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ৭৫ কোটি টাকা, আল আরাফাহ ব্যাংকের চট্টগ্রাম নিজাম রোড শাখায় ১৩ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংকের ঢাকার দিলকুশা শাখায় ৫০ কোটি টাকা, প্রাইম ব্যাংকে মোর্শেদ মুরাদের ফারুক অ্যান্ড সন্সের নামে ২২ কোটি টাকা, সিটি ব্যাংকের গুলশান শাখায় ৩ কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স থেকে নেওয়া ১৫ কোটি টাকা এবং মোর্শেদ মুরাদ পরিবারের মালিকানায় থাকা প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে ৩ কোটি টাকা রয়েছে। এরমধ্যে বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় ২০১৮ সালের ১০ জানুয়ারি ডবলমুরিং থানায় মোর্শেদ-মাহজাবিন দম্পতির বিরুদ্ধে দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক। এতে একটি মামলায় মোর্শেদ মুরাদের মালিকানাধীন ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের বিরুদ্ধে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অপর মামলায় বেসিক ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে ১৪১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ১০৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মাহজাবিন মোর্শেদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক সাংবাদিকদের জানিয়েছেন, মামলা দুটির তদন্ত শেষ পর্যায়ে আছে। কমিশন অনুমোদন দিলে অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে। তবে মাহজাবিন ফোনে চট্টগ্রামের সাংবাদিকদের বলেছেন, আমাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চলছে। আমি এখন কানাডায় নয়; ভারতে আছি। কাজ শেষে দেশে ফিরব। দেশে এলে বিস্তারিত এবং সঠিক তথ্য গণমাধ্যমকে জানাবো।