কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়ন পরিষদের ভবন ও দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেন। শনিবার সকাল ১১ টার দিকে হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। এই ইউনিয়ন পরিষদের ৫০ শতাংশ জায়গার দাতাদ্বয় হলেন, মোঃ আবুর বাশার ও মোঃ খাইরুল কবির ফারুক। এই ভবনটি নির্মাণ করেন মেসার্স শিবলী এন্টারপ্রাইজ এর ব্যয় হয় প্রায় ৮৭ লক্ষ টাকা। এদিকে শনিবার বিকেল ৩ টায় স্থানীয় সংসদ সদস্য দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন। এর সভাপতিত্ব করেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আমিন মুহাম্মদ ফারুক।