জামালপুরের বকশীগঞ্জ উপজেলারক বাট্টাজোড় নতুন বাজার এলাকায় প্রতিষ্ঠিত হযরত খাজার বশির ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদী (ডিএএমএস) ১ম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার হযরত খাজা গরীবে নেওয়াজ হাফেজিয়া (সুন্নী) আলিয়া মাদ্রাসার সভা কক্ষে পাঠদান শুরু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র কলেজের পরিচালনা কমিটি সভাপতি আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান। আয়ুর্বেধিক ঐ কলেজের উদ্বোধন ঘোষনা করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
এ সময় বক্তব্য রাখেন মোমেনশাহী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.কৃষ্ণ কান্ত রায়, হযরত খাজার বশির ইউনানী আয়ুবেদিক মেডিকলে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. ডা. খাজা নাসীরুল্লাহ, মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (আইন) তালুকদার শামীম ওয়াহিদ সহ কলেজের প্রভাষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজমীরগঞ্জ দরবার শরীফের আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এই কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আজ থেকে ভর্তিকৃত ১ম বর্ষের ছাত্র/ছাত্রীদের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়।