কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলো ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের মহর আলী’র পুত্র শুকুর আলী (৩৫) ও একই এলাকার আতাহার আলীর পুত্র আল আমিন (১৮)। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৬টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে বারো কোল্ড স্টোরের সন্নিকটে।
জানাযায়, ইঞ্জিন চালিত যানবাহন স্ট্রারিং করে শুকুর (ড্রাইভার), আল-আমিন ও সুমন (হেলপার) ইট বোঝাই করে বারো মাইল থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক (যশোর-ট-১১-৪০১১) সামনে থেকে স্ট্রারিংটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এ সময় সুমন গুরুতর আহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।